ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়িতে ডাম্পার খাদে পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক ::
মহেশখালী উপজেলার মাতারবাড়িতে ইটভর্তি ডাম্পার খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মাতারবাড়ি সড়কের দারাখাল মাঝেরচর এলাকার এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪/৫জন শ্রমিক। মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আনিসুল ইসলাম চকরিয়া নিউজকে জানান, একটি ইটভর্তি ডাম্পার ইট নিয়ে মাতারবাড়ি যাওয়ার পথে মাতারবাড়ি সড়কের দারাখাল মাঝের চর এলাকায় গেলে মাতারবাড়ির দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যায়। এই ঘটনায় আহত হয় আরো ৫/৬ জন শ্রমিক। তাদেরকে চকরিয়ায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো এক শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার ডাম্পারটি মালিক মাতারাবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকার মৃত তালেব উল্লাহর পুত্র মানিক মিয়া। ডাম্পারটির চালক ছিলেন একই এলাকার ওসমান গণির পুত্র রাসেল বলে জানা গেছে ।

পাঠকের মতামত: