বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) মাতামুহুরী উপজেলা শাখার নির্বাহী কমিটির মতবিনিময় সভা গতকাল ৪ নভেম্বর বিকাল ৩টায় বদরখালী বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাস্টার মো: ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হেফাজতুর রহমান টিপু এবং সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল। বক্তব্য রাখেন সাহারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু মোয়াজ্জেম চৌধুরী, ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেজাম উদ্দিন (আর্জন মিয়া), সাধারণ সম্পাদক ও ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম জিকু, বদরখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহসভাপতি ও বদরখালী সমিতির সদ্য নির্বাচিত সহসভাপতি আলী আজম বাহাদুর, বিএমচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার গোলাম ছোবহান, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক আরিফ উল্লাহ, সাহারবিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন চৌধুরী, যুগ্ম আহবায়ক নুরুল আজম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কোনাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: নুরুল আলম কুতুবী, বদরখালী ইউপিতে গত নির্বাচনে ধানের শীষ প্রতিকে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আহসানুল কবির চৌধুরী ছাব্বির, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বিএনপি নেতা মোহাম্মদ আলী চৌধুরী, আলী মো: কাজল, পূর্ববড়ভেওলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল হুদা, বিএমচর বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন মেম্বার। সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি আবু ইউসুফ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি নুরুল হোসেন, যুগ্ম সম্পাদক মোকাদ্দেছ, সহসাধারণ সাধারণ সম্পাদক ও কোনাখালী ইউনিয়নের গত নির্বাচনে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান হান্নান, সহসাধারণ সম্পাদক ফখরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন মাসুম, সহসাংগঠনিক সম্পাদক খাইরুল বশর, উপজেলা শ্রমিকদলের সভাপতি বেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এনাম, সিনিয়র সহসভাপতি জয়ণাল আবদীন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিন্টু, বদরখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শহিদুল ইসলাম মানিক ও আরিফ মো: অলি উল্লাহ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিছবাউর রহমান, যুগ্ম আহবায়ক আকিদুল হক, যুগ্ম আহবায়ক হেফাজ উদ্দিন, ছাত্রনেতা আবু নাঈম লিটন, তোফায়েল ইসলাম ফরহাদ, আসিফ, আদর প্রমূখ।
সভায় তৃণমুল পর্যায়ে বিএনপির কার্যক্রমকে আরো সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানীত সদস্য সাবেক মন্ত্রী জননেতা আলহাজ¦ সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় মাতামুহুরী উপজেলাধীন ৭টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরী কমিটি বিলুপ্তির উক্ত সিদ্ধান্ত অনুমোদন করেন।
পাঠকের মতামত: