এম.জিয়াবুল হক, চকরিয়া ::
আগামী ১৫ মে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি জনপদে তৃনমুলের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। কক্সবাজার জেলা জাতীয় পাটির (এরশাদ) সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের সিদ্বান্তক্রমে এবার কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচন পদ্ধতি শুরু হওয়ার কারনে অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে তুমুল লড়াইয়ের সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে।
অনুষ্ঠিতব্য সম্মেলনে এবার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পাটির প্রাক্তন সভাপতি প্রবীণ রাজনৈতিক মৌলভী ছিদ্দিক, সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি টিপু সোলতান, জাপা নেতা নুরুল হোছাইন মেম্বার, জাপা নেতা শওকত আলী চৌধুরী ও নাছির উদ্দিন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তরুন সংগঠক সাইফুল ইসলাম, মাতামুহুরী উপজেলা মহিলা পাটির সভানেত্রী হুমায়ুরা বেগম, সংগঠক হাফেজ ইকবাল। সাংগঠনিক সম্পাদক পদে লড়ার ঘোষনা দিয়েছেন তরুন জাপা নেতা ডা.এজিএম রিমন, জাপা নেতা রুহুল কাদের মানিক, কোনাখালী ইউপি মেম্বার শফিকুল কাদের। এছাড়া আরো অনেকে প্রার্থী হচ্ছেন বলে শুনা যাচ্ছে।
জানা গেছে, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পাটির সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে জেলা জাতীয় পাটির সভাপতি হাজি ইলিয়াছ এমপি ও সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজের বলিষ্ট নেতৃত্বে ইতোমধ্যে উপজেলার সাতটি ইউনিয়ন যথাক্রমে পুর্ববড় ভেওলা, সাহারবিল, কোনাখালী, বিএমচর, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, বদরখালী ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে ঢেলে সাজানো হয়েছে। ইতোমধ্যে তৈরী করা হয়েছে প্রতিটি ইউনিয়নের কাউন্সিলর তালিকা।
স্থানীয় নেতাকর্মীদের মতে, চকরিয়া-পেকুয়া আসনে হাজি মোহাম্মদ ইলিয়াছ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বিগত সময়ে চকরিয়া ও পেকুয়া উপজেলার পাশাপাশি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক কার্যক্রম অনেক বেশি শক্তিশালী ও গতিশীল করা হয়েছে। অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির অনেক বেশি দক্ষতা অর্জন করেছে।
আগামী ১৫ মে বিকাল দুইটায় অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধক থাকবেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি ও কক্সবাজার জেলা জাতীয় পাটির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ। প্রধান বক্তা থাকবেন জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম, জেলা জাতীয় পাটির সহ-সভাপতি মোশারফ হোসেন দুলাল, জেলা জাতীয় পাটির সহ-সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, কক্সবাজার শহর জাতীয় পাটির সভাপতি নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর কৃষকপাটির সভাপতি এনামুল হক বেলাল, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এম জাহাংগীর আলম, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুব ছিদ্দিকী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি টিপু সোলতান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্টিতব্য সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক মাওলানা আকতার হোসাইন। সার্বিক তত্বাবধানে থাকবেন সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম (এমইউপি) ।
পাঠকের মতামত: