এম.জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে পথে অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুদ বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার ৩১ জানুয়ারী বিকালে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সামসুল তাবরিজ অভিযান চালিয়ে নদীর তীরবর্তী মানিকপুর এলাকার দুইটি অনুমোদনবিহীন ডিপো থেকে অন্তত দেড়হাজার ফুট পাথর জব্দ করেছেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরিজ বলেন, কতিপয় মহল বেশ কিছুদিন ধরে খনিজ সম্পদ মন্ত্রানালয় এবং পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র বিহীন মাতামুহুরি নদী পথে অবৈধভাবে পাথর উত্তোলন পুর্বক মজুদ করে আসছিলেন। বিষয়টি আদালতের নজরে আসলে রোববার মাতামুহুরী নদীর তীরবর্তী মানিকপুর এলাকার দুইটি অনুমোদন বিহীন ডিপোতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে দুইটি ডিপো থেকে অন্তত দেড়হাজার ফুট অবৈধ পাথর জব্দ করা হয়েছে। এসব পাথর উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনী প্রক্রিয়ায় নিলামে দেওয়া হবে।
পাঠকের মতামত: