নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এসময় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে দুটি ট্রাক জব্দ করা হয়। সোমবার দুপুরে মাতামুহুরী নদীর ব্রীজ পয়েন্টে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালান।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাত বলেন, মাতামুহুরী নদীর ব্রীজ পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কিছু অসাধু ব্যবসায়ী বালু ব্যবসা করছে। এরকম অভিযোগ পেয়ে সোমবার দুপুরে মাতামুহুরী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। এসময় দুটি ট্রাক জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
পাঠকের মতামত: