ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মাতামুহুরী নদীতে ১২ বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণে জেলা প্রশাসক 

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে চকরিয়ার
মাতামুহুরী নদী ভাঙনে চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার ১২ পরিবারের বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। এদিন রাতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.ফখরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে দুর্যোগ কবলিত ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন।
এই পরিস্থিতিতে গতকাল মনিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক  মোহাম্মদ সালাহ্উদ্দিন চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কোচ পাড়ার বাঁশঘাটা এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি  মোঃ এরফান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আবু হাসনাত সরকার , পানি উন্নয়ন বোর্ড চকরিয়া উপজেলার বদরখালী জোনের শাখা কর্মকর্তা জামাল মোর্শেদ ও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল উদ্দিন প্রমুখ।

জানা গেছে, পাহাড়ি ঢলের তোড়ে শুক্রবার রাতে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন শহর রক্ষা বাঁধের পুর্বাংশের বাঁশঘাট কোচপাড়া এলাকার দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন, বশির আহমদ, কফিল উদ্দিন, জাহাঙ্গীর আলম, শামসুল আলম, কামাল হোসেন, হাজেরা বেগম, মোহাম্মদ রাসেল, ফরিদুল ইসলাম, রানা বশির, ইসমাইল হোসেন এর বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। বেশকটি পরিবারের বসতঘর নদীর তীরে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। যেকোনো সময় বাড়িগুলো নদীতে তলিয়ে যাবার উপক্রম হয়েছে। ##

পাঠকের মতামত: