নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে গিয়ে প্রাণ হারিয়েছে ৯ বছরের এক শিশুকন্যা। পায়ে হেঁটে বড় ভাইয়ের সাথে নদী পার হয়ে ওপারে বাদাম ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন ওই শিশু। এরপর প্রায় দুইঘন্টা পরে স্থানীয় জেলেরা জাল ফেলে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। বুধবার সকাল ৯টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তমআলী চৌধুরী পাড়া পয়েন্টে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম মোছাম্মদ ইশিতা (৯)। সে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তমআলী চৌধুরী পাড়ার আমির হোসেনের কন্যা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজের প্রায় দুইঘন্টা পর স্থানীয় জেলেরা জাল ফেলে শিশুটির মরদেহ উদ্ধার করে। এর পর জানাজা শেষে লাশ দাফন করা হয়। ##
পাঠকের মতামত: