ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

মহেশখালী হিসাব রক্ষন অফিসে চলচ্ছে গলাকাটাঁ বানিজ্

durnitiনিজস্ব প্রতিবেদক, মহেশখালী  :::
মহেশখালী হিসাব রক্ষন অফিসে চলচ্ছে গলাকাটাঁ বানিজ্য-বিভিন্ন সরকারী প্রতিষ্টানের চাকুরীজীবি সহ শিক্ষক/শিক্ষিকা ও অবসরে থাকা চাকুরীজীবিদের বেতনভাতা ও ফাইল আটকিয়ে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ভোক্তভুগীরা জানান, হিসাব রক্ষন অফিসারের অনুপস্থিতির সুযোগে অফিস সহকারী মধু সরকার নামক লোকটি সরকারী নিয়মনীতি কে তোয়াক্কা না করে সরকারী বিভিন্ন প্রতিষ্টানের চাকুরীজীবিদের ফাইল আটকিয়ে বেপরোয়া ভাবে টাকা আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে। শিক্ষকেরা জানান, মধু নামক লোকটি একজন সামন্য অফিস সহকারী তার কাছে আমরা অসহায় সে বিভিন্ন কারন অকারন দেখিয়ে ফাইল আটকিয়ে রেখে আমাদের কাছ থেকে টাকা আদায় করে যাচ্ছে। তার দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন অযুহাত দেখিয়ে আমাদের কে হয়রাণী করেই যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিসাব রক্ষন অফিসে স্থায়ী কোন অফিসার না থাকাতে অফিসের সকল কাজকর্ম অফিস সহকারী মধূই পরিচালনা করে সেই সুযোগে নানান অপকর্ম নির্ধিদ্দায় চালিয়ে যাচ্ছে। তার নানান অপকর্মের চিত্র হিসাব রক্ষন অফিসে আসা লোকদের কাছ থেকে জানা যাবে এবং কয়েক দিন অফিসে নিয়মিত যাতায়ত করলে বুঝা যাবে। মধু সরকারের নানান দুর্ণীতি ও অপকর্ম ক্রমান্নয়ে প্রকাশ করা হবে। এ ব্যাপারে জানার অভিযুক্ত মধু সরকারের মোবাইলে বারবার ফোন দেওয়ার পরে ও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত: