ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মহেশখালী থানার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

সরওয়ার কামাল, মহেশখালী ::
মহেশখালী থানা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা ৬ ই আগস্ট সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ী, ডেঙ্গু বিস্তার প্রতিরোধ করি এ স্লোগানকে সামনে রেখে  কক্সবাজার জেলা পুলিশের প্রচারনায় থানা প্রাঙ্গণ থেকে র‍্যালীটি  শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালীত্তোর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অংগ্যজাই মার্মা।থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন খোকন, সাবেক উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদু শুক্কুর কোম্পানী, ৭ নং ওয়ার্ডের কান্সিলর সনজিত চক্রবর্তী, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রতন দে, ছোটমহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল হক। এছাড়াও থানার সেকেন্ড অফিসার মঞ্জুর আলম এস আই ইমাম হোসেন, এসআই শাহজাহানসহ থানার বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: