ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী বদাইয়ার সেকেন্ডইন কমান্ড পুলিশের জালে

হারুনর রশিদ, মহেশখালী ::  মহেশখালী উপজেলার ক্রাইমজোন খ্যাত কালামারছড়া ইউনিয়নের পাহাড় কেন্দ্রিক শীর্ষ সন্ত্রাসী মিজ্জির পাড়া এলাকার বদাইয়া বাহীনির সেকেন্ডইন কমান্ড নুরুল আলম পুলিশের জালে আটক হয়েছে। শুক্ররবার বিকাল ৩টার সময়
কালারমারছড়া পুলিশ ক্যাম্পের এসআই লিটন চন্দ্র সিংহ,
বদাইয়ার আস্তানায় গুপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করেন। সে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকার মিজ্জিরপাড়া এলাকার মৃত বদামিয়ার ছেলে।

কালামারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লিটন চন্দ্র সিংহ জানান– আটককৃত আসামী ও তার সহযোগীরা মিজ্জিরপাড়াসস্থ বদাইয়ার পাহাড়ী আস্তানায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে,, গুপনে এমন সংবাদ পেয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশে ওই এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতিটের পেয়ে অন্যান্য সন্ত্রাসীরা পালাতে পারলেও সন্ত্রাসী নুরুল আলম পুলিশের চিরুনী অভিযানে আটকাপড়ে। আটকের সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি কাটা রাইফেল ও ২টি গুলি উদ্ধার করে ক্যাম্পে হয়ে থানায় নিয়ে
আসা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে জানাগেছে।

পাঠকের মতামত: