ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মহেশখালীর গোরকঘাটা হিন্দুপাড়া সার্বজনীন হরিমন্দিরে মহতি র্ধমসভা ও মহানামযজ্ঞ অনুষ্টিত

mail.google.comআবদুর রাজ্জাক,মহেশখালী-

মহেশখালী পেীরসভার গোরকঘাটা হিন্দুপাড়া সার্বজনিন হরিমন্দিরে ১৩ এপ্রিল থেকে চার দিন ব্যাপী এক মহতি র্ধমসভা ও মহানামযজ্ঞ অনুষ্টিত হয়েছে। গত ১৫ এপ্রিল অজিত কুমার দে’র সভাপতিত্বে অনুষ্টিত র্ধমসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,এম,পি, মহেশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিদারুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা শফিউল আলম সাকিব,কুতুবজোম ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোর্শারফ হোসেন খোকন, মাষ্টার দিলিপ দাশ, ,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক,রফিকুল ইসলাম কাউন্সিলর,প্রণব কান্তি দে প্রমুখ। উক্ত র্ধমসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক আশীষ কুমার চক্রবর্তি। স্বাগত বক্তব্য রাখেন,নবনির্বাচিত পৌর কাউন্সিলর ডা: রতন কান্তি দাশ।

পাঠকের মতামত: