ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে হত্যা মামলার আসামী আটক,অস্ত্র গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের মহেশখালীর যুবলীগ নেতা রুহুল কাদের হত্যা মামলার আসামি শফিউল আলম প্রকাশ টোনাইয়াকে (৩৫) বিপুল অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাতে কালারমারছড়ার ফকিরজুমপাড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে চারটি দেশে তৈরি বন্দুক, চারটি কিরিচ ও চার রাউন্ড গুলি। গ্রেফতার শফিউল আলম প্রকাশ টোনাইয়া ফকিরজুমপাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
মহেশখালীর সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভোরে তাঁর নেতৃত্বে পুলিশের একটি টিম কালারমারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালায়। এসময় রুহুল কাদের হত্যার সাথে জড়িত শফিউল আলম প্রকাশ টোনাইয়াকে গ্রেফতারের পাশাপাশি তার দেখানো তথ্যমতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গত ১৮ অক্টোবর মহেশখালীর সাবেক যুবলীগ নেতা রুহুল কাদের (৩৫) কে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পাঠকের মতামত: