ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে সড়ক নির্মাণ কাজ নিয়ে সীমাহীন দুর্নীতি

কক্সবাজার প্রতিনিধি :: পুকুর চুরি নয়, এখন যেন চলছে সাগর চুরি!। হরিলুটের আয়োজন চলছে মহেশখাালী চালিয়াতলী-মাতারবাড়ী সংযোগ সড়ক নির্মাণ কাজে।

সড়ক সংস্কার কাজের নামে কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলী- মাতারবাড়ী সংযোগ সড়ক উন্নয়নের কাজ মহেশখালী উপজেলা প্রকৌশলী অফিস ( এলজিইডি) এর তত্ত্বাবধানে শুরু হয়েছে। তবে কাজের শুরুতে অনিয়মের আশ্রয় নিয়েছে কাজের দায়িত্বপ্রাপ্ত দাপটু ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে  এলাকাবাসীর অভিযোগের শেষ নেই।

সংশ্লিষ্ট প্রশাসন, এলজিইডি মহেশখালী ও কক্সবাজারের কর্মকর্তাদের তদারকারী অভাবে নয় ছয় করে সংস্কার কাজ হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসির।

উক্ত সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা জানিয়েছেন, সড়ক সংষ্কার কাজে চলছে সীমাহীন দুর্নীতি।  কাজে মান নিম্ন।  কাজের গুণগতমান নিয়ে প্রশ্ম উঠেছে। অনেকে বলছেন, এটা পুকুর চুরি নয়,সাগর চুরি! । ইতিমধ্যে সোস্যল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে ক্ষোভের সাথে কাজের গুণগত মান নিয়ে স্ট্যাটাস দিয়েছে। তার পরও তদারকিতে নিয়োজিত থাকা সংশ্লিষ্ট প্রশাসন এখনো ব্যবস্থা নেননি। ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের দানা বেঁধেছে।

ডেন্স কারপেটিং এবং আর সি সি দ্বারা উক্ত সড়কের কাজ পুরুদমে শুরু হয়েছে।
প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ সড়ক সংস্কারের কাজ পেয়েছে কক্সবাজারের মেসার্স আসাদ এন্টার প্রাইজ নামের একটি  ঠিকাদারী প্রতিষ্ঠান।

বর্ষা মৌসুম শুরুর আগেই আগামী ৩ মাসের মধ্যে এ সড়ক উন্নয়নের কাজ সমাপ্তির করার কথা রয়েছে বলে জানান মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে। তবে কাজ সিকি ভাগও হয়নি। সেখানে সিডিওল বর্হিভুত ও নিম্ন মানের উপকরণ দিয়ে যেন তেন ভাবে সংস্কার চালাচ্ছে।

সড়ক সংস্কার কাজের অনিয়ম দুর্নীতি তদন্ত করার দাবী জানিয়েছেন সচেতনন মহল।

পাঠকের মতামত: