ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলার ডুবে ১ জেলে নিখোঁজ ও ১জনের লাশ উদ্ধার

সরওয়ার কামাল মহেশখালীঃ  মহেশখালী উপজেলার সমুদ্র উপকূলে ফিশিং ট্রলার ডুবে এক জেলে নিঁখোজ ও একজনের লাশ উদ্ধার হয়েছে। ৪ ঠা সেপ্টেম্বর সকাল ৮ টায় গোরাকঘাটা জেটির অদূরে এ লাশ উদ্ধার করেছে জেলেরা। নিহত জেলে কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের বাসিন্দা-মৃত সাহাব উদ্দিনের পুত্র আমান উল্লাহ (প্রকাশ) নুল্লু (৫০)। আরেক জেলে কুতুবজোম পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা আব্দু সোবহান মাঝি এখনো নিখোঁজ রয়েছে। কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার ফিশিং ট্রলারের মালিক হাবিব উল্লাহ বলেন, গত ১লা সেপ্টেম্বর আমার ফিশিং বোট ‘মায়ের দোয়া’ মাছ আহরণ করে কূলে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে। এসময় দুইজন জেলে পানিতে ছিটকে পড়ে। তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করার পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।  নিঁখোজ জেলে আব্দু সোবহান কে এখনো পাওয়া যায়নি। নিহত জেলে আমান উল্লাহ( প্রকাশ) নুল্লুর মৃত্যু ও জেলে আব্দু সোবহানের নিঁখোজের খবর পেয়ে এলাকায় জেলে পরিবারের শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত: