ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ 

এম রমজান আলী, মহেশখালী ::

‘শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ’ শ্লোগানকে সামনে রেখে মহেশখালীতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৭ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ জুলাই বিকাল ২টায় মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে সম্বনয়ক প্রফেসর জিয়াউর রহমানের সভাপতিত্বে যুগ্ন সচিব মুহাম্মদ মুনির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্টানে উদ্বোধক ছিলেন রাজণীতিবিদ ও সমাজসেবক মোঃ আইয়ুবুর রহমান, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা, জননেতা এ.এম মাসুদুল ইসলাম মাসুদ, প্রধান আলোচক পরিচালক ইন্জিনিয়ার মোঃ আরিফ উদ্দিন, বিশেষ আলোচক উপদেষ্টা মাওলানা সুলতান উদ্দিন কুতুবী, সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম।বিশেষ অতিথি প্রফেসার ওয়াকার উদ্দিন, জেলা সংগঠনের সদস্য সচিব মফিজ উদ্দিন, মাওলানা জিয়াউর রহমান। আমন্ত্রিত মেহমান-প্রতিষ্ঠাতা মাওলানা আবু আরিফ মোহাম্মদ লোকমান হাকিম, মাওলানা সলিম উল্লাহ, মাওলানা জালাল উদ্দিন ইসলামাবাদী, আলহাজ্ব মাওলানা ইদ্রিস ফারুকী, মাষ্টার রুহুল আমিন, মাওলানা শফিউল আলম খান, অধ্যাপক নাছির উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম রমজান আলী, মাষ্টার মাহমুদুল করিম, মাষ্টার হুমায়ুন কবির, হাফেজ মাওলানা আমান উল্লাহ, ছাত্রনেতা মো.আব্দু রহিম, শাহেদ মো.অপি, মো.রাশেদ রায়হান রিফাত, মো.সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ক ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সচিব মহেশখালী জোন কাজী মাওলানা জয়নাল আবেদীন।

 

পাঠকের মতামত: