ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে রান্নাঘরের আগুনে পুড়লো ৫ বাড়ি

মহেশখালী প্রতিনিধি ::

মহেশখালীতে রান্ন্ঘারের আগুনে পুড়লো ৫ বসত বাড়ি। আজ শুক্রবার সকাল ১১ টায়(৮ ফেব্রুয়ারী) মহেশখালী পৌরসভার ছোট রাখাইন পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লাবু রিং মং এর বাড়ির রান্নাঘরের গ্যাচের চুলা থেকে আগুনের সুত্রপাত্র হয়ে মুর্হুতের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে সাধারন মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়।

উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে ততক্ষনে রাখাইন ও মুসলিমের ৫টি বাড়ি আগুনে পুড়েঁ যায়। এদিকে এই ৫ বাড়িতে ৯টি পরিবার বসবাস করত ।

স্থানীয় কাউন্সিলর মংলায়ন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসায় পুরা গ্রাম আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। গ্রামটি খুব বেশি গণবসতি।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন, রাহামত উল্লাহ, মৌ: সাকের উল্লাহ, লাবু রিং মং, সাজেদা বেগম, সিবু সাং, রিদোয়ান,গুরামিয়া, ধুলা মং,ফৌিিচং রাখাইন।

বাড়ির মালিকরা জানান, হঠাত আগুন লাগাইয় আমরা কিছু বের করতে পারিনি। এতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

উপজেলা ফায়ার র্সাভিস টিম লিডার সাজ্জাত হোসেন চৌধুরি জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনার ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে।

পাঠকের মতামত: