ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া খুটাখালীর ১৫ পর্যটক, ৯৯৯ ফোন

মহেশখালীতে পর্যটকবাহী নৌকা ডুবি উদ্ধার ১৪, নিখোঁজ ১

মহেশখালী প্রতিনিধি :: কক্সবাজারের মহেশখালী দ্বীপের অদূরবর্তী উপ-দ্বীপ সোনাদিয়ায় পিকনিকে গিয়ে ১৫ পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাকবলিত পর্যটকদের কাছ থেকে উদ্ধারের আকুতি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে স্থানীয় প্রশাসন ১৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ১ পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনাকবলিত পর্যটকরা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

গতকাল সোমবার (৪ অক্টোবর) রাত ৮টায় সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরের ব্ল্যাকেরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার প্রাপ্তরা জানান, তারা কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাঘকুম গ্রামের ১৫ বন্ধু মিলে গতকাল সোমবার সকাল ৯টায় একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মহেশখালী সোনাদিয়া দ্বীপে বেড়াতে যান।

সেখানে দুপুরের খাবার শেষে তারা নৌকা নিয়ে দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে এলএনজি গ্যাস টার্মিনালের জিরো পয়েন্টে অবস্থানরত জাহাজ দেখতে যান। জাহাজ দেখে ফেরার পথে রাত ৮টায় বঙ্গোপসাগরের অদূরে তীরবর্তী ব্ল্যাকেরদিয়া নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি চোরাবালির ডুবোচরে আটকা পড়ে নৌকার তলদেশে তক্তা ফেটে যায়।

তখন তারা ১৫ বন্ধু মিলে নৌকাটিকে বালি থেকে ছাড়ানোর চেষ্টাকালে ভাটার টানে নৌকাটি সাগরের মাঝখানে তলিয়ে যায়। এ সময় তারা কোমর পানি ডিঙিয়ে কূলে উঠতে গিয়ে একটি ডুবন্ত খালে পড়ে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চান।

৯৯৯ নম্বর থেকে বাংলাদেশ নৌ পুলিশকে খবর জানানোর পর নৌ পুলিশ মহেশখালী থানাকে অবহিত করে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান, তিনি ঘটনার খবর মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই, ওসি (তদন্ত) আশিক ইকবাল, কুতুবজোমের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন খোকনের সহযোগিতায় সোনাদিয়া এলাকার স্বেচ্চাসেবী গিয়াস উদ্দিনের একটি ফিশিংবোটের মাধ্যমে উদ্ধার কাজে দ্রুত এগিয়ে যায়।

রাত ১১টার দিকে ব্ল্যাকেরদিয়া নামক স্থান থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও শাকিব হাসান নামের একজনকে এখনো উদ্ধার করা যায়নি।

উদ্ধার কাজে সহায়তাকারী সোনাদিয়ার নব-নির্বাচিত মেম্বার একরাম মিয়া ও ঘটিভাঙ্গার সাবেক মেম্বার নুরুল আমিন খোকা জানান, উদ্ধার প্রাপ্তদেরকে মহেশখালী থানা পুলিশের উপস্থিতে ঘটিভাঙা সাইক্লোন শেল্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান চকরিয়া নিউজকে জানান, সংবাদ পাওয়া পর পরই দ্রুত দুর্ঘটনাকবলিতদের জীবিত উদ্ধারে তৎপরতা শুরু করার কারণে ১৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও খুটাখালী ইউনিয়নের বাঘকুম গ্রামের জাফর আলমের পুত্র শাকিব হাসান (২৩) নামের এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত: