ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে টমটম গাড়ির দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু

সরওয়ার কামাল. মহেশখালী ::
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকায় ২৬ই জানুয়ারী শনিবার সকাল ১০ টায় টমটম গাড়ির  দুর্ঘটনায় ইসমাইল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইসমাইল(৭) উত্তর ষাইটমারা এলাকার গোলাম হোছাইন মানিকের ছেলে ষাইটমারা নুরানী মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, ইসমাইল সকালে মাদ্রাসা যাওয়ার পথে বেপরোয়া ভাবে একটা টমটম এসে ধাক্কা দেয় সেখানে মৃত্যুবরণ করে। এদিকে মহেশখালীতে প্রতিনিয়ত  টমটম দুর্ঘটনায় অকালে শিশুর প্রাণ নিলেও অদক্ষ, কম বয়সী ও লাইসেন্সবিহীন টমটম চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় পার পেয়ে যাচ্ছে অদক্ষ চালকেরা।

এব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম জানান,প্রতিনিয়ত টমটম দূর্ঘটনার বিষয়টা খবর পেয়েছি। অদক্ষ, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: