ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শাহেদ মিজান, কক্সবাজার ::   মহেশখালীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) সকালের দিকে মহেশখালী-বদরখালী সংযোগ সেতুর উত্তর পাশে বিসিক ভবনের দ্বিতীয় তলা থেকে এই অজ্ঞাত লাশ উদ্ধার করেন কালারমারছড়া পুলিশ ফাঁড়ি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির আইসি মোঃ শাহাজাহান জানান, স্থানীয় এক ব্যক্তি লাশটি দেখে স্থানীয় মেম্বার লিয়াকত আলীকে খবর দেয়। মেম্বার লিয়াকত আলীর মাধ্যমে খবর পেয়ে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ লাশটি উদ্ধার করে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। একই সাথে তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

পাঠকের মতামত: