ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

মরিচ্যা বিশাল জনসভায় শাহজাহান চৌধুরী: বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধ না করলে কঠোর আন্দোলন

প্রেসবিজ্ঞপ্তি :   উখিয়া-টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেছেন; ধানের শীষের গণজোয়ার দেখে আওয়ামীলীগ ও পুলিশ পাগল হয়ে উঠেছে। নৌকার পরাজয় দেখে সাংসদ বদির নির্দেশে টেকনাফ থানার ওসি বিএনপির ২২ জন নেতাকর্মীদে ধানের শীষ মার্কার প্রচারনার সময় গ্রেপ্তার করেছে।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আওয়ামী পুলিশ কর্তৃক গ্রেপ্তার, হামলা ও মিথ্যা মামলা বন্দের দাবী জানিয়ে বলেছেন জেলা বিএনপির সদস্য মেম্বার সোলতান আহমদ, টেকনাফ বিএনপির সহ-সভাপতি মেম্বার মোঃ হাসেম, সাবরাং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেম্বার কবির আহামদ, বিএনপির নেতা বাদশা মিয়া, আব্দু জব্বার, সিরাজ, একরামুল হক, ছবির আহমদ, মোস্তাক আহমদ, জাফর, সাদ্দাম, লালু, কলিম, মোঃ ইদ্রিস পুতু, মেহেদী হাসান ফয়সালকে অবিলম্ভে মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে উখিয়ার মরিচ্যা বাজারে ধানের শীষ মার্কার সমর্থনে আয়োজিত বিশাল জনসভায় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী একথা বলেন। সাবেক চেয়ারম্যান ফজল করিম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উখিয়া বিএনপির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম.মোক্তার আহমদ, বিএনপির নেতা সামশুল আলম বাবুল, সাইফুল্লাহ সিকদার, মেম্বার এম.এ.মঞ্জুর, জি.এম.ইদ্রিছ, ডাঃ আব্দুর রহিম, যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, মির্জা জহির রায়হান, ছাত্রদল আহবায়ক আরফাত হোসেন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

পরে ধানের শীষ মার্কা সমর্থনে শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: