ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মগনামার সাবেক চেয়ারম্যান ইউনুছকে জেলহাজতে প্রেরণ

চকরিয়া প্রতিনিধি:unus-pekua

পেকুয়ার মগনামার সাবেক চেয়ারম্যান ইউনুছের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ১৭এপ্রিল কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের এসআই মহসিন ভূঁইয়া বাদি হয়ে পেকুয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা (নং-১০) ও মাদক নিয়ন্ত্রণ আইনে অপর একটি মামলা (নং-১১) দায়ের করেন।

উল্লেখ্য গত রবিবার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে সাবেক চেয়ারম্যানকে ইউনুছকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে তার স্বীকারোক্তি অনুসারে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাড়ি থেকে দুই হাজার পিস ইয়াবা বডি ও ৪টি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অংসা থোয়াই বলেন, আটককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ##

পাঠকের মতামত: