ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

‘ভোট দেননি, টাকা ফেরত দেন’ চকরিয়ায়

চকরি1483য়া প্রতিনিধি :::

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের এক পরাজিত প্র্রার্থী  ভোটারদের  দেয়া টাকা ফেরত নিতে এখন মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়েছে।

গতকাল ২৮ ডিসেম্বার ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী, বিএমচর, হারবাং ইউনিয়ন ও পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের ভোটারদের কাছ থেকে টাকা ফেরত নিতে দেখা গেছে প্রার্থীদের। ভোট না দেয়ায় টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পরাজিত প্রার্থীরা ভোটার কে বলছেন, ‘ভোট দিবেন না তো টাকা নিলেন ক্যান।’ উত্তরে ভোটাররাও বলছে ‘টাকা ফেরত নিবেন তো নিবেন, গালি দেন ক্যান।

নাম প্রকাশে অনিচ্ছিক এক মোটর পার্টস ব্যবসায়ী, এ প্রসঙ্গে বলেন, ‘প্রতি ইউনিয়নের একজন ভোটারকে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে দিয়েছি। কিন্তু তারা আমাকে ভোট দেয়নি। এতবড় মোনাফেকী কেউ করে?’ এনিয়ে জন সম্মুখে প্রকাশ্যে অপমান করেছে অনেককে।’ টাকা নিয়ে বেঈমানী করায় তাদের উচিত আমার কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়ার। যতক্ষণ পর্যন্ত ফেরত দেনাই ততক্ষণ পর্যন্ত ভোটারদের ছাড় দেয়া হবে না।

 

পাঠকের মতামত: