নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ভোট বিহীন অনির্বাচিত সরকার নিজেদের লোকজনের কল্যান করতে পারবে, কিন্তু দেশবাসির কল্যাণ করতে পারবেনা। দেশবাসি সবাই দেখেছে এই সরকারের লোকজনের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে। এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নন, তাঁরা বিনাভোটে ক্ষমতায় এসেছে, একারণে দেশের টাকা লুটেপাটে খাচ্ছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এবং দেশবাসিতে জিন্মিদশা থেকে রক্ষাকরতে হলে অনির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত করতে আন্তোলনের বিকল্প নেই। ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে জনবিচ্ছিন্ন এই সরকারকে লাল কার্ড দেখাতে হবে। সেইজন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুতি নিতে হবে। বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীস্থ এটিএন পার্ক কমিউনিউটি সেন্টার মিলনায়তনে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এড ফখরুদ্দীন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড, শামীম আরা স্বপ্না।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক , সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক,চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনচারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম ওমর আলী, পৌর যুবদলের সভাপতি শহীদুল ইসলাম ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাষ্টিস, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি এসএ জয়নাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ, চকরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নেজাম উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জকরিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুল আবছার রিয়াদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হানিফ মো: নোমানসহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: