কক্সবাজার প্রতিনিধি ::
ভুল চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন এবং চিকিৎসক-নার্সদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে দুপুর ২টা থেকে চিকিৎসা পায়নি রোগীরা। চিকিৎসা না পেয়ে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে রোগীরা। অনেকে হাসপাতাল ছেড়ে প্রাইভেট হাসপাতালে চলে গেছে। তবে গরীব রোগী পড়েছে চরম বেকায়দায়। তারা চিকিৎনা না পেলেও সদর হাসপাতালে বেডে গড়াগড়ি খাচ্ছে। এতে পুরো হাসপাতাল জুড়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
হাসপাতালে সরেজমিন পরিদর্শন, রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। এতে সর্বত্র নিন্দার ঝড় চলছে।
জানা গেছে, ভুল চিকিৎসায় আনোয়ার হোসেন নামের এক মৎস ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠে। (৪ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সাথে সংঘর্ষ বাঁধে।এই ঘটনার জের ধরে ওই রোগীর স্বজনেরা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করেন। এসময় ওই রোগীর স্বজন ও নার্সদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ঘটনার পর থেকে সব ধরণের চিকিৎসা বন্ধ করে দেয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। একই সাথে নার্সরাও সব ধরণের সেবা বন্ধ করে দেয়।
মৃত আনোয়ার হোসেন এর স্বজনরা জানায়, সামান্য পেট ব্যাথা নিয়ে আনোয়ার হোসেন সদর হাসপাতালে যায়। পরে উপর থেকে নিছে নেমে একটি ডাবও পান করে। পূনরায় উপরে উঠে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। ওই মুহুূর্তে ডাক্তার ইনজেকশন পুশ করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি। পরে কর্তব্যরত নার্সরা তার চিকিৎসার ফাইল সরিয়ে ফেলে। এর জের ধরে মৃত আনেরায়ারের স্বজনরা ক্ষুব্ধ হয়ে চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ‘নিহত’র স্বজনদের অবরুদ্ধ রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। তবে তারপর থেকে চিকিৎসা ও সেবা বন্ধ করে দেয় চিকিৎসক ও নার্সরা।
এদিকে চিকিৎসাধীন অন্য রোগী ও রোগীর স্বজনেরা অভিযোগ করেন, ওই অপ্রীতিকর ঘটনা পর থেকে সব ধরণের চিকিৎসা ও সেবা বন্ধ করে দেয়া হয়। শুধু তাই নয়; রোগীদের হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলে চিকিৎসক ও নার্সরা। অনেক রোগীকে জোর করে বেরও করে দেয়া হয়। চিকিৎসা সেবা না না পেয়ে অনেক মুর্মূষু রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। এতে অনেক বাধ্য হয়ে সদর হাসপাতাল ছেড়ে প্রাইভেট হাসপাতালে চলে যায়। কিন্তু মুমূর্ষু হওয়া সত্ত্বেও অর্থাভাবে অধিকাংশ রোগী হাসপাতালেই পড়ে থাকেন। এতে তাদের আর্তচিৎকার এবং আহাজারিতে হাসপাতাল জুড়ে এক ভীতিকর ও অমানিবক পরিবেশ তৈরি হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল জুড়ে বিরাজ করছে এক ভীতিকর পরিবেশ। বাধ্য হয়ে হাসপাতালে পড়ে থাকা রোগী ও রোগীর স্বজনের মধ্যে আতঙ্কের ছাপ। অনেক রোগী কাতরাচ্ছে হাসপাতালের বেডে। অনেক অপেক্ষায়- কখন মিলবে চিকিৎসা। অনেক রোগী ও রোগীর স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।
কক্সবাজারের সিভিল সার্জন আবদুল মতিন জানান, বিষয়টি তিনি জেনেছেন। সমাধানের চেষ্টা করছেন। তবে বিস্তারিত জানতে তিনি এই প্রতিবেদককে তার অফিসে যেতে বলেন।
প্রকাশ:
২০১৯-০৪-০৫ ১৩:১৬:০৫
আপডেট:২০১৯-০৪-০৫ ১৩:১৬:০৫
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- ঈদগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান
পাঠকের মতামত: