ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

ভিসা প্রতারনা মামলায় চকরিয়ায় পিতা পুত্র কারাগারে

coxsbazar-jail-karagarসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার ) প্রতিনিধি ::

সাউথ আফ্রিকার ভিসা দেওয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করার দায়ে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলায় অবশেষে আদালত পিতা পুত্রকে কারাগারে পাঠিয়েছে। মামলার বাদী মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজ পাড়ার মাষ্টার আবুল হাশেমের পুত্র মো: রিদোয়ানুল হক জানান, ভিসা দেওয়ার কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে চকরিয়া পৌরসভার হাসপাতাল পাড়াস্থ এমবি ভবনের মৃত আবদুল হাকিমের পুত্র হাজী বশির আহমদ ও তার পুত্র হারুন অর রশিদ বিগত কয়েক বছর পূর্বে সাড়ে ৩ লক্ষ টাকা নেয়। টাকা নেয়ার পর থেকে ভিসা দেয়াতো দুরের কথা টাকা নিয়ে নানা টাল বাহানা শুরু করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলা নং: সি.আর ১১৪৪/১২ ইং। এতে পিতা পুত্র দুজনকে আসামী করা হয়। মামলাটি বিগত ০১/০৪/২০১৫ ইং সনে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারক মো: বাহাউদ্দিন কাজী কক্সবজার চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতিবেদনসহ প্রেরণ করেন। আদালত বিগত ১৬/০৫/২০১৬ ইং তারিখে উপরোক্ত মামলার শুনানী শেষে রায় প্রদান করেন। এতে পিতা পুত্র দুজন পলাতক থাকায় আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন। গ্রেপ্তারের ভয়ে পিতা পুত্র দীর্ঘদিন পলাতক থাকায় তাদেরকে পুলিশ আটক করতে পারেনি। বিগত মাস খানেক পূর্বে হারুন অর রশিদকে পুলিশ তার বসত বাড়ি থেকে আটক করেন। অপর দিকে গতকাল রবিবার তার পিতা হাজী বশির আহমদ চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

পাঠকের মতামত: