ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান

আইরিন সোলতানা রুমি, চকরিয়া ::

কক্সবাজার পৌরসভাসহ জেলার ৭২ ইউনিয়নের প্রায় সাগে চার লাখ শিশুকে ২৩ ড়িসেম্বর খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। সকাল আট টা থেকে বিকাল চারটা পর্যন্ত ১৯৫১ টিকাদান কেন্দ্রে ছয়মাস থেকে পাচঁ বছরের নিচে শিশুদের এই টিকা খাওয়ানো হবে। শিশুদের মৃত্যু ঝুকি কমাতে এবং সুস্হ জাতি গড়ে তুলতে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।
আগামী ২৩ড়িসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) সফল বাস্তবায়নের লক্ষে সাংবাদিক অবহিতকরণ সভায় তথ্যগুলো জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড়াঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।
আজ বৃহস্পতিবার (২১ড়িসেম্বর) দুপুরে জেলা ইপিআই সেন্টারে এই সভায় জানানো হয়, ৯টি স্থায়ী ১৮৪০ অস্থায়ী ও ৭৫টি অতিরিক্ত টিকাদান কেন্দ্রে (বয়সভেদে) দুই ধরনে টিকা খাওয়ানো হবে।
এইকাজে নিয়োজিত থাকবে ২৩৫জন স্বাস্থ্য সহকারী, ২১১ পরিবার কল্যান সহকারী, ৫৪০৭ জন সেচ্ছাসেবক। তাদের তত্ত্বাবধান করবে ২১৯ জন কর্মকর্তা।
অবহিত করণ সভায় জানানো হয় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজের পরিচালনায় অবহিত করণ সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইউএনএইচসিআর এর ড়িএনএসও নরেশ চন্দ্র দাশ।
এসময় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক ও অনলাইন মিড়িয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: