ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করলেন সাধনা দাশ গুপ্তা

নিজস্ব প্রতিবেদক :: বিরল সম্মানে ভূষিত হলেন কক্সবাজারের রাজনীতির অহংবোধ, বাংলাদেশ তাঁতী লীগের কার্যকরী সভাপতি, জাতীয় নারী নেত্রী শ্রীমতি সাধনা দাশ গুপ্তা। তিনি বাংলাদেশের একমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেছেন ভারতের রামকৃষ্ণ মট আয়োজিত তিন দিন ব্যাপী স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা উৎসবে। নয়াদিল্লীর প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন- ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। ১২৫ বছর আগে আমেরিকার শিকাগো শহরে সনাতন ধর্ম রক্ষার জন্য ইতিহাস বিখ্যাত সূ-দীর্ঘ ২১ ঘন্টার বক্তৃতা প্রদান করেন স্বামী বিকেকানন্দ।

এদিকে স্বামী বিবেকানন্দের দেয়া ঐতিহাসিক বক্তৃতার ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভারতের নয়াদিল্লীর রাম কৃষ্ণ মট ৮, ৯ ও ১০ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা উৎসবের আয়োজন করে। এতে ভারতের মর্যাদাকর এই অনুষ্টানে বাংলাদেশের একমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে কক্সবাজারের উখিয়ার মৃত্তিকা কন্যা, জাতীয় নেত্রী শ্রীমতি সাধনা দাশ গুপ্তা অংশগ্রহন করেন। প্রেসিডেন্ট ভবনে তিনি ভারতের মহামান্য রাষ্ট্রপতির সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা উৎসবে ভারত ছাড়াও বিশে^র শতাধিক আমন্ত্রিত অতিথি যোগদান করেন।

পাঠকের মতামত: