ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ভারতের আলীপুর দুয়ার ভেটেরানস ক্লাব ২ দিনের সফরে কক্সবাজারে

ক্রীড়া প্রতিবেদক :::

কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ, কোচ লতিফ উল্লাহ চৌধুরী ও সহকারি কোচ আতিকুর রহমানের আমন্ত্রণে ২ দিনের সফরে কক্সবাজারে এসেছেন ভারতের আলীপুর দুয়ার ভেটেরানস ক্লাব। গতকাল ২৯ মে রবিবার বিকালে দলটি কক্সবাজারে এসে হোটেল সী-কক্সে উঠেন। সফরকালে তারা ৩০ মে সোমবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার ক্রিকেট একাডেমীর সাথে ও ৩১ মে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আম্পায়ার এসোসিয়েশনের সাথে মঙ্গলবার একটি করে ২০টি ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শাহজাহান আনছারী ।

কক্সবাজার ক্রিকেট একাডেমী ও কক্সবাজার আম্পায়ার এসোসিয়েশনের খেলোয়াড়ঃ আতিকুর রহমান, হানিফ, আলমগীর, সুকান্ত, আজিজ রাসেল (অধিনায়ক) নওশাত, সাজ্জাদ, শফিক, ফয়সাল, মুরাদ, নোমান, মুজিব, নবীর হোসেন, দাইয়ান ও শাখাওয়াত।

পাঠকের মতামত: