ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়নের নির্বাচন ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক :: মহেশেখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। কক্সবাজারের জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২) মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত ২৫ এপ্রিল প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একসাথে দেশের ১৩৫ টি ইউনিয়ন পরিষদের নিবার্চন ঘোষণা করা হয়েছে। এরমধ্যে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদও রয়েছে।

ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ মে মনোনয়নপত্র দাখিল, ১৯ মে মনোনয়নপত্র বাচাই, ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ মে প্রতীক বরাদ্দ এবং ১৫ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ইভিএম পদ্ধতিতে ঘোষিত সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: