ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ব্রেকিং : পেকুয়া উপজেলা আলীগ সেক্রেটারী ও যুবলীগ সভাপতি গ্রেপ্তার(ভিডিও)

310154_103602546422736_402772533_n_1পেকুয়া  প্রতিনিধি  :::

কক্সবাজারের পেকুয়া উপজেলা ইউপি নির্বাচনকে কেন্দ্রকরে পেকুয়া উপজেলা আ’লীগ এর সেক্রেটারী আবুল কাশেম ও  উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর অালম সহ অন্তত তিনজনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।
সকাল ১১টার দিকে পেকুয়া সদরের ৫নং ওয়ার্ড’র ভোট কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

পেকুয়া উপজেলা ইউপি নির্বাচনে দায়িত্বরত বিজিবি’র সি,ও আনওয়ারুল আজিম বলেন, আমরা এ ব্যাপারে তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি।

পাঠকের মতামত: