ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট. ৮ গাড়িসহ ২ দোকান পুড়ে ছাই

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে গাড়ি চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে ৮ অটোরিকশাসহ দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩আগষ্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া ষ্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নন্দীরপাড়া ষ্টেশনে বেলাল উদ্দিন মিজানের একটি অটোরিকশা চার্জ দেয়ার গ্যারেজ রয়েছে। বিদ্যুৎ ব্যবহার করে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিয়ে আসছিলেন। রিকশা চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মূহর্তে গ্যারেজের ৮টি রিকশা পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা পাশের দোকানে চলে গেলে দুইটি দোকান পুড়ে যায়। অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানান তারা।

পেকুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বান্তর বডুয়া বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রন আনি। বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয় বলে ধারণা করছি।

পাঠকের মতামত: