ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বৈদ্যুতিক লাইন স্থাপনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে বৈদ্যুতিক খুটি স্থাপন ও সংযোগ দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত চক্রের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন মহলে মোটা অংকের লেনদেন চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। অভিযোগে জানা যায়, ঈদগাঁও পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের অধীন ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা হাসিনা পাড়া ও গোমাতলী পাড়ায় (ভ¹ুম্যা পাড়া) বসবাসরত শতাধিক বসতবাড়ীতে বিদ্যুতের নতুন লাইন স্থাপন ও সংযোগ দেয়ার নামে দীর্ঘ সময় পূর্ব থেকে খুঁটি স্থাপনের নামে একটি চক্র প্রতিঘর পিছু ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিতে শুরু করে। এভাবে শতাধিক পরিবার থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। ইতিমধ্যে ঐ দু’ গ্রামে বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও তার চালানো হলেও সংযোগ চালু হয়নি। অতি সম্প্রতি চক্রটি আবারো সংযোগ ও মিটার দেয়ার কথা বলে প্রতি ঘর থেকে দেড় থেকে ৩ হাজার টাকা পর্যন্ত দাবী করে। অনেকে দিলেও সচেতনরা এর প্রতিবাদ করে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিনামূল্যে বৈদ্যুতিক লাইন স্থাপনের ঘোষণা দেয়াতে এলাকার সচেতন লোকজন ঐ চক্রটির প্রতারণা জেনে ফেলে। যার কারণে তারা পুনরায় টাকা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। টাকা না দেয়ায় তাদের সংযোগ দেয়া হবে না বলেও হুমকি দেয় চক্রটি। এক কলেজ শিক্ষকের নেতৃত্বে ৪/৫ জনের স্থানীয় একটি চক্র বিগত ২ বছর পূর্ব থেকেই এ অপকর্ম শুরু করে। স্থানীয়দের অভিযোগ, সরেজমিনে এ দু’ এলাকার লোকজনের সাথে বললে তারা অকপটে উক্ত অভিযোগের সত্যতা ও এতে জড়িতদের চিহ্নিত করে দেবেন বলে জানান। এলাকার অসংখ্য লোকের সাথে এ প্রতিনিধি কথা বললে তারা সত্যতা নিশ্চিত করেন। এদিকে উক্ত অভিযোগের বিষয়ে কক্সবাজার পল্লী বিদ্যুৎ অফিসের জিএম নুর আহমদ মজুমদারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে জানান, সরকার স¤পূর্ণ বিনামূল্যে নতুন বৈদ্যুতিক লাইনের খুঁটি স্থাপনের কাজ করে যাচ্ছে। শুধুমাত্র সরকারী বিধি মোতাবেক সংযোগ নেয়ার সময় মিটার ফি দিলে হবে। উক্ত অভিযোগে জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। প্রকৌশলী কামাল উদ্দীন আহমদের সাথে কথা হলে জানান, নতুন লাইন ও খুঁটি স্থাপনে টাকা নেয়ার কোন সুযোগ নেই। স¤পূর্ণ বিনামূল্যে সরকার নতুন লাইন দিচ্ছে। এদিকে সরকারের ঘোষিত ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার মিশনকে বাঁধাগ্রস্থ করতে চক্রটি অব্যাহতভাবে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন এলাকায় নতুন লাইন স্থাপনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে গ্রামের সহজ-সরল জনগণের কাছ থেকে। অবিলম্বে ভূক্তভোগীরা সরেজমিনে তদন্ত পূর্বক এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: