ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পেকুয়ায় যুবদলের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে খতমে কুরআন, দোয়া মাহফিল ও এতিমের মাঝে খাবার বিতরণ করেছে পেকুয়া উপজেলা যুবদল।

শরিবার বিকেলে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার হল রুমে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোছাইন।

উপজেলা যুবদলের সাংগঠিক সম্পাদক ইয়াসিন আরফাতের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি ওসমাণ গণি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামাল হোছাইন, মৎসজীবীদলের সভাপতি হারুনুর রশিদ, শ্রমিকদল নেতা মনছুর আলম, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি সাজ্জাদ নুর, আবদুল আওয়াল, মনজুর আলম, নুরুল হোছাইন, দিদারুল ইসলাম, হেলাল উদ্দিন, রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, যুবদল নেতা আজম, শওকত ও মোঃ বাচ্চু।

এসময় উপজেলা বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পাঠকের মতামত: