ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বীর মুক্তিযোদ্ধা সম্পাদক নুরুল ইসলাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে শনিবার

সংবাদ বিজ্ঞপ্তি:  বীর মুক্তিযোদ্ধা সম্পাদক নুরুল ইসলাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে হট ফেভারিট নাফ একাদশ ও মাতামুহুরী একাদশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নাফ একাদশ বনাম বাঁকখালী একাদশ। এতে শক্তিশালী বাঁকখালী একাদশকে ২-১ গোলে পরাস্ত করে নাফ একাদশ। নাফ একাদশের পক্ষে একাই দুটি গোল করে স্ট্রাইকার ইফতি আজাদ। আর বাঁকখালী একাদশের পক্ষে গোল করে আরফাতুল মজিদ।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কোহেলিয়া বনাম মাতামুহুরী। খেলার প্রথমার্ধে অভিজ্ঞ মিড ফিল্ডার আহসান সুমন অধিনায়ক এম.আর মাহবুব এর বাড়িয়ে দেয়া বলে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরে দ্বিতীয়ার্ধে কর্ণার থেকে ওমর ফারুক হিরু হেড দিয়ে গোল করে দলকে সমতায় ফেরায়। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত কোন দলই আর গোল করতে না পারায় খেলা শেষ হয় ১-১ গোলে। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে মাতামুহুরী একাদশের গোল রক্ষক সাদ্দামের বুদ্ধিমত্তায় ১-০ গোলে জয় পেয়ে উল্লাসে মেতে উঠে খেলোয়াড় ও সমর্থকেরা। শনিবার দুপুর ২টায় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: