ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ !

aaaqআতিকুর রহমান মানিক, কক্সবাজার :::

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে (শুক্রবার) বিকাল ৪ টায় ইসলামাবাদ সিকদার পাড়ায় উক্ত খেলা অনুষ্ঠিত হয়। সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত খেলায় বিবাহিত দলের নেতৃত্ব দেন চৌধুরী রফিকুল ইসলাম টুক্কু ও অবিবাহিত দলের নেতৃত্ব দেন সোহেল রানা। টান টান উত্তেজনাপূর্ণ এ ফুটবল ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোল করতে না পারায় শেষে ৩০ মিনিট সময় বাড়িয়ে দেন রেফারী এনায়েত উল্লাহ সিকদার। কিন্তু অতিরিক্ত সময়ের মধ্যেও কোনদল গোল করতে না পারায় খেলাটি গোলশুন্য ড্র হয়। ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের এলাকাবাসীর সরব উপস্হিতিতে উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলেন আব্দুল্লাহ আল কায়েস সিকদার ও শাহাবুদ্দীন। এলাকাবাসীর উদ্যোগে প্রতিবছর বিবাহিত বনাম অবিবাহিত উক্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সাবেক কৃতি ফুটবলার নাসিম উদ্দীন সিকদার, কামাল উদ্দীন সওদাগর, কলিমউল্লাহ কোম্পানী ও চৌধুরী রফিকুল ইসলাম টুক্কুসহ স্হানীয় ক্রীড়ামোদীরা প্রতিবছর ব্যতিক্রমী উক্ত প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেন ও  খেলায় রানার্স আপ হওয়া দলের উদ্যোগে    সকলের জন্য খাসি জবাই করে ভুরিভোজের আয়োজন করা হয়। গোলশুন্য ড্র হওয়ায় পরবর্তীতে অন্য একদিন আবারো খেলার আয়োজন ও পিকনিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

পাঠকের মতামত: