ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

বিপাকে চকরিয়া থানা-পুলিশ বিজিবির জব্দ করা ২৫ গরু নিয়ে 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
চকরিয়া থানার পুকুরের পাড়ে বিজিবির জব্দ করা ২৫টি গরু রাখা হয়েছে। ৬ দিন ধরে গরুগুলো পালন করছেন থান-পুলিশ
চকরিয়া থানার পুকুরের পাড়ে বিজিবির জব্দ করা ২৫টি গরু রাখা হয়েছে। ৬ দিন ধরে গরুগুলো পালন করছেন থান-পুলিশ।
মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ২৫টি গরু জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানের এসব গরু হেফাজতে নিয়ে বিপাকে পড়েছে চকরিয়া থানা-পুলিশ। প্রতিদিন এতগুলো গরুর দেখভাল, খাদ্যের জোগানের ব্যবস্থা করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর ভোরে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে শান্তিবাজার-ইয়াংছা সড়ক থেকে ২৫টি গরু ও ৫টি পিকআপ গাড়ি জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির দপ্তরের অধীন তীরেরডিবা বিজিবি ক্যাম্প। এ সময় পিকআপের ৫ জন চালককেও আটক করা হয়। আইনি জটিলতার কারণে গরুগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না পুলিশ।

ওই দিন সন্ধ্যায় তীরেরডিবা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. ফরিদ উদ্দিন বাদী হয়ে আটক ৫ জনসহ মোট ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে চোরাচালান আইনে চকরিয়া থানায় মামলা করেন। গরুগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা। আটক ৫ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠান।

সরেজমিনে দেখা গেছে, চকরিয়া থানার পুকুরপাড়ে ২৫টি গরু গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। একজন শ্রমিক গরুগুলোকে খাস ও ভুসি দিচ্ছেন, আরেকজন পানি খাওয়াচ্ছেন। খোলা আকাশের নিচে রাতে তীব্র শীতে গরুগুলোর কাঁপুনি ও কান্না দেখলে খুব খারাপ লাগে বলে জানান দুজন শ্রমিক।

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেলিম হোসাইন মামলাটি তদন্ত করছেন। তিনি বলেন, ‘এখন আমি মামলার বিষয়ে আদালতে আছি, পরে কথা বলব।’

এ নিয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিজিবি গত বৃহস্পতিবার গরুগুলো জব্দ করেছে। ছয় দিন ধরে গরুগুলোর জন্য দৈনিক ৪-৫ হাজার টাকার খাদ্যের প্রয়োজন হচ্ছে। এ ছাড়া দেখভাল করতে দুজন লোকও রাখা হয়েছে। এরপরও খাবার, আবাসনসহ তীব্র শীতের কারণে গরুগুলোর অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে।’

ওসি বলেন, ‘বিধি অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গরুগুলোর নিলাম করতে হয়। আদালত যে আদেশ দেন, তাই করা হবে। গরুর মালিকানা দাবি করে আদালতে আবেদন করা ব্যবসায়ীর বিষয়টিও যাচাই করা হচ্ছে।’

পাঠকের মতামত: