ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বিজিবির অভিযানে ইয়াবা -সিগারেট উদ্ধার

88

ওমর ফারুক ইমরান, উখিয়া প্রতিনিধি  :::

কক্সবাজার-টেকনাফ সড়কের কাকড়া ব্রীজ নামক এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লক্ষ ১৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। বালুখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউল কবিরের নেতৃত্বে বিজিবি জোয়ানরা সোমবার ভোরে টেকনাফ থেকে কক্সবাজারমূখী মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৬ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা কক্সবাজার মূখী ট্রাক তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ মিয়ানমারের সিগারেট জব্দ করেন। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ১ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। মরিচ্যা যৌথ চেকপোষ্টের কমান্ডার নায়েব সুবেদার জাকের হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা সোমবার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজার মূখী মালবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে ২ হাজার প্যাকেট বার্মিজ মারবেল সিগারেট উদ্ধার করেন।

পাঠকের মতামত: