ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বিকট শব্দে খালেদার গাড়ির চাকা পাংচার

চকরিয়া নিউজ ডেস্ক ::

চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে বিকট শব্দে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ির চাকা একটি চাকা পাংচার হয়েছে।

রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় সফরের অন্য গাড়িগুলোও আটকে যায়। মিনিট দশেকের মধ্যে চাকা ঠিক করার পর আবার রওনা হয়েছে খালেদা জিয়ার গাড়িবহর।

তবে ঢাকা থেকে যাত্রা শুরু করার পর খালেদা জিয়ার গাড়ির চাকা পাংচার এই প্রথম নয়। এর আগে, চট্টগ্রামে পৌঁছনোর আগে কুমিল্লাতেও একবার গাড়ির চাকা পাংচার হয়। তখন চাকা ঠিক করার পর রাত ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। সেখানে রাত্রিযাপন শেষে রবিবার দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া।

সূত্র জানায়, কক্সবাজারে পৌঁছে সার্কিট হাউজে রাত্রিযাপনের পর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

পাঠকের মতামত: