ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

বিএমচরে জমি দখলে নিতে হামলায় ৩জন আহত, ৫শতাধিক চারা গাছ কেটে ধ্বংস করেছে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলার বিএমচর এলাকায় পৈত্রিকভাবে পাওয়া ভোগদখলীয় জমি অবৈধভাবে দখলে নিতে বাধাঁ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দখলবাজ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে এক কৃষক পরিবারের উপর। এসময় দখলবাজ দুর্বৃত্তরা জমির মালিকসহ ৩জনকে পিঠিয়ে আহত করেছে। দুর্বৃত্তরা বাগানে রোপন করা প্রায় ৫শতাধিক চারা গাছ ও ২০শতক জমির পাকাঁ ধান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনাটি ঘটেছে আজ ২৪ মে, রোজ রবিবার সকাল ৭টায় বিএমচরের মাতামুহুরী পুলিশ ফাঁড়ির সামনে পুচ্ছালিয়া পাড়া এলাকায়। এতে কৃষক পরিবারের দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, বিএমচরের পুচ্ছালিয়া পাড়ার হাজী নুরুল আলমের পুত্র মেশকাতুল করিম তার পৈত্রিকভাবে পাওয়া এবং ভোগদখলে থাকা জমি একদল দুর্বৃত্ত জোরপূর্ব দখলে নিতে চেষ্টা চালিয়ে আসছে। তার অংশ হিসেবে আজ ২৪মে, সকালে দখলবাজ আবুতাহের ও হাবিবুর রহমানের নেতৃত্বে ১০/১২জনের একদল দুবৃর্ত্তরা জমি দখলের চেষ্টা চালায় এবং বাগানে রোপন করা ৫শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ ও পাকাঁ ধান কেটে নষ্ট করে দিয়েছে। এ সময় জমির মালিক পক্ষ বাধাঁ দিলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে ৩জন বেধদক পিঠিয়ে আহত করেছে। দখলবাজদের হামলায় আহতরা হল, জমির মালিক মেশকাতুল করিম (৩৩), তার পিতা নুরুল আলম (৫৫) ও আবুল কাসেম (৪০)। আহতদেরকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুচ্ছালিয়া পাড়া এলাকায় দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আরো বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এ ব্যাপারে দখলবাজ আবু তাহেরকে ১নং আসামী করে মেশকাতুল করিম বাদী হয়ে ৭/৮ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

পাঠকের মতামত: