ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিএনপি-আওয়ামীলীগ সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি পেকুয়ায়

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় আওয়ামীলীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পেকুয়া স্টেডিয়াম হতে চৌমুহনী হয়ে পেকুয়া বাজার পর্যন্ত সকল সমাবেশ মিছিল ও গন জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আজ ২৮ আগষ্ট সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পূ়র্বিতা চাকমা।২৭ আগষ্ট রাতে এক গন বিজ্ঞপ্তি জারি করে মাইকিং করা হয়।

জানা যায়,  কেন্দ্রীয় কর্মসূচি পালনের লক্ষ্যে তেল গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পেকুয়া উপজেলা বিএনপি ২৮ আগষ্ট গন মিছিলের কর্মসূচির ডাক দেন। অপর দিকে ২১ আগষ্ট গেনেট হামলার প্রতিবাদে পেকুয়া চৌমুহনী চত্বরে সমাবেশের কর্মসূচি দেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগ। একই স্থানে দুই রাজনৈতিক দলের কর্মসুচি ঘোষাণা করায় পকেুয়া উপজেলা প্রশাসন আইনশৃংখলা রক্ষা ও জননিরাপত্তার লক্ষে ওই স্থানে ১৪৪ধারা জারি করতে বাদ্য হয়েছেন।

এবিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পূর্বিতা চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সংঘাত এড়িয়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ আদেশ জারি করা হয়।

পাঠকের মতামত: