ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা, মহেশখালীতে আটক ১

মহেশখালী সংবাদদাতা ::
কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা এবং বালু উত্তোলন পরিবহনের কাজে ব্যবহৃত উপকরণসহ ১টি ডাম্পার ট্রাক জব্দ করেছে মহেশখালী প্রশাসন।

এছাড়া নুরুল আজিম নামে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে বড় মহেশখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফকিরাকাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটায় অভিযান চালিয়ে এ জরিমানা ও জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে।

 

পাঠকের মতামত: