ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

বালুর বস্তা ফেলে জোয়ারের পানির ধাক্কা ঠেকানোর চেষ্টা!

কুতুবদিয়া প্রতিনিধি ::
কুতুবদিয়ায় পূর্নিমার জোয়ারের পানি অন্যদিকে সাগরে লঘু চাপ সৃষ্টির কারণে আলী আকবার ডেইল এলাকায় ফসলি জমি রক্ষার্থে ৩য় দিনেও জোয়ারের পানি ঠেকাতে কৃষকদের মাটি ও বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে।

রবিবার (২৫ জুলাই ) সকাল সাড়ে ১১টার দিকে সড়কে এসব বালু বস্তা প্রদান করা তারা।

স্থানীয় কৃষক আবুল কালাম, নুর আহমদ, শফি আলম, মো হাকিম, বলেন, বেড়িবাঁধ না থাকায় গত শুক্রবার-শনিবার দুইদিন পূর্ণিমার জোয়ারের পানি ঢুকে বসতভিটা ও পুকুর তলিয়ে যায়। এখন আছে ফসলি জমি এগুলো চলে গেলে না খাইয়ে মরতে হবে। তাই পানির ধাক্কা ঠেকাতে নিজেরা চেষ্টা করছি।

এব্যাপারে আলী আকবার ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা (বি.কম) চকরিয়া নিউজকে বলেন, পশ্চিমে দেড় কিলোমিটার জনবসতি আর দেড় কিলোমিটার ফসলের মাঠ ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র। মোট তিন কিলোমিটার বেড়ীবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের কোন সাড়া মেলে নি। লোকালয় রক্ষার্থে নিজেরাই মাটি এবং বস্তা দিচ্ছি।

পাঠকের মতামত: