বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
মৃত ডমেচিং মারমা (৩৪) রুমা উপজেলার সদর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। তিনি রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।
স্বামী উহ্লাচিং মারমা জানান, গত ১০ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে সেদিনই চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান।
বান্দরবানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো রোগীর মৃত্যু হল।
পাঠকের মতামত: