ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

আব্দুর রশিদ, বাইশারী:

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও প্রতিষ্ঠার ৪৪ বৎসর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশাল অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন চট্টগ্রাম মাধ্যম ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বলেন, একটি জনপদে উচ্চ শিক্ষার জন্য কলেজ প্রয়োজন। পরিপূর্ণ একটি কলেজ হলে শিক্ষাক্ষেত্রে আর কোন অভাব থাকবে না। দূর্গম জনপদে শিক্ষার আলো জ¦লতে থাকবে। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে সমন্বয় করে কাজ করার আহবান জানান পরিচালনা কমিটি ও শিক্ষকদের।

রবিবার (২৮ জানুয়ারী) সকাল ১১টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক সনাতন চন্দ্র দেব এর সঞ্চলনায় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মো: নুরুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম, সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাধারন সম্পাদক মংথোয়াইলা মার্মা, প্যানেল চেয়ারম্যান সাবেকুন্নাহার, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোছাইন, বাজার চৌধুরী মংয়ে চাক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল বশর নয়ন, শিক্ষানুরাগী মো: ইলিয়াছ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: আবু নাছের, সহকারী শিক্ষক মো: নুরুল আমিন, অভিভাবক ইয়াহিয়া চৌধুরী, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ, সাবেক ছাত্রলীগ সভাপতি মো: শাহিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাইশারী উচ্চ বিদ্যাল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হরি কান্ত নাথ, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা ডা: হাশেম সরওয়ার, প্রবীন মুরব্বী ডা: আলী আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, নির্বাহী সদস্য মুফিজুর রহমান, ইউপি সদস্য থোয়াইছাহ্লা চাক, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জলিলুর রহমান, সাবেক যুবলীগ সাধারন সম্পাদক আবু জাফর, আ’লীগ নেতা ধুংছাই মার্মা, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মৌলানা আব্দুর রহিম, বাইশারী উচ্চ বিদ্যাল ও কলেজের সহকারী শিক্ষক জিয়াউল হক প্রমুখ।

পাঠকের মতামত: