কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী থেকে ৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
তারা হলেন মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬),সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) ও মো. সাদেক (১৭)।
তাদের সকলের বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায়।সোমবার বিকেল ৩টার দিকে মাছ ধরার সময় দুই নৌকাসহ তাদেরকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন বিজিপির কাছ থেকে পালিয়ে আসা জেলেরা।
তারা বলেন, সকালে দুটি নৌকা করে তারা ৮ জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। বিকালে বিজিপির টহল দল নৌকাসহ তাদের ধরে যাওয়ার সময় নদীতে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে আসেন দুই জেলে। এখনো ওই ছয় জেলে বিজিপির কাছে রয়েছে।
পাঠকের মতামত: