এম. বেদারুল আলম, কক্সবাজার :: দেশের প্রথম কক্সবাজারের ঝিলংজা চাঁন্দেরপাড়ায় স্থাপনকৃত রাবার ড্যামটির শনির দশা কাটছেনা। ২০১৩ সালে সর্বশেষ নির্বাচিত কমিটি দায়িত্ব শেষ করার পর বার বার ড্যাম পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করে পরিচালিত হওয়ায় কৃষকের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে। মাত্র ৩ জন কর্মকর্তা দিয়ে পুরো অর্ধলক্ষ কৃষকের দেখভাল করা যেমন সম্ভব হচ্ছেনা তেমনি সরকার বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে। পূর্বে এডহক কমিটিতে সভাপতির দায়িত্ব থাকা জেলা সমবায়ের উপ সহকারি নিবন্ধক আবু মকসুদ বিষয়টি স্বীকার করে বলেন-নির্বাচিত কমিটি যেভাবে সময় দিয়ে কার্যক্রম চালাতে পারে ৩ জনের এডহক কমিটি সেভাবে পারেনা। আমরা চাই নির্বাচিত কমিটির হাতে কক্সবাজারের লক্ষাধিক কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট রাবার ড্যাম পরিচালনা রক্ষনাবেক্ষণ দায়িত্ব থাকুক। দীর্ঘ ৬ বছর যাবৎ অনির্বাচিত কমিটি এসে হয়ত কিছু এলোমেলো হয়েছে।
১৯৯২ সালে বাকঁখালী নদীর উপর নেদারল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় শুস্ক মওসুমে পানি ব্যবস্থাপনার মাধ্যমে চাষাবাদের জন্য রাবার ড্যামটি স্থাপন করা হয়। সে সময় পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি ড্যামটি রক্ষনাবেক্ষণ ও পানি ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। ড্যামটি স্থাপন হওয়ার পর থেকে কক্সবাজার সদর ও রামু উপজেলার ৬ ইউনিয়নের কৃষকরা শুষ্ক মওসুমে রাবার ড্যামের পানির সাহায্যে চাষাবাদ করে আসছে। দুই উপজেলায় প্রায় ৯০ টির মত সেচ স্কীম বাকঁখালী নদীতে বসিয়ে সরকারি সেচ কর দিয়ে কৃষকরা চাষাবাদ করে আসছে প্রায় ২৫ বছর। সেচ স্কীমের টাকার জন্য এত দিন অনেক ব্যবস্থাপনা কমিটি অনিয়ম করে অনেক টাকা আত্মসাৎ করে আসলে ও কোন উন্নয়ন হয়নি রাবার ড্যামের। কৃষকদের স্বার্থে পানি ব্যবস্থাপনার জন্য কৃষকদের নিয়ে বাকঁখালী পানি ব্যবস্থাপনা সমবায় গঠন করে সমিতির মাধ্যমে ড্যামটি পরিচালিত হলেও বর্তমান অনির্বাচিত কমিটি দিয়ে চলছে ড্যামটি।
সমিতির কার্যক্রম পরিচালনার জন্য ২ উপজেলার প্রায় ২ হাজার কৃষকদের মাধ্যমে সমিতির নির্বাচন পরিচালিত হয়। সদস্যদের চাদাঁয় বাংলাবাজার কৃষি ব্যাংক শাখা হিসাব খুলে একটি এফডিআর করা হয় । বর্তমানে কৃষকদের জমাকৃত টাকায় চোখ পড়েছে একটি শক্তিশালী চক্রের । ফলে বাঁকখালী রাবার ড্যামে ভূতের আছর ভর করেছে। কোন মতেই উন্নয়ন করা যাচ্ছেনা । বার বার এডহক কমিটি দিয়ে চালানো হচ্ছে বাকঁখালী পানি ব্যবস্থাপনা কমিটি। দেশের প্রথম রাবার ড্যামটি পরিচালনার জন্য সরাসরি একটি নির্বাচিত কমিটি পানি ব্যবস্থাপনা এবং কৃষকদের উন্নয়নে কাজ করলেও ২০১০ সালের ১৬ জানুয়ারি এ কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযাযি একটি কমিটি করার কথা থাকলেও এডহক কমিটি দিয়ে অদ্যাবধি আর নির্বাচন না দিয়ে চালানো হচ্ছে উক্ত রাবার ড্যাম। ফলে কৃষকদের স¦ার্থ এবং প্রতিবছর স্কীম থেকে উত্তোলণকৃত টাকা যাচ্চেতাই খরচ করছে । এদিকে ৪ দফা এডহক কমিটির মেয়াদ শেষ হলেও গত বছর অক্টোবর পুনরায় এডহক কমিটি করা হয় ড্যাম পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য । সদর সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, সদরের উপ সহকারি কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা , সদর সমবায়ের অফিস সহকারি মোঃ আকরামকে নিয়ে উক্ত কমিটি করা হয়। ফলে কৃষকদের জন্য স্বার্থ রক্ষার সংগঠনটি এখন চলছে কিছু নতুন ও রাবার ড্যাম সংশ্লিষ্টতার বাইরের কর্মকর্তার মাধ্যমে । ফলে প্রতিবছর স্কীমের টাকার বেশিরভাগ অর্থ চলে যাচ্ছে উক্ত অনিবার্চিত কমিটির পেটে। এব্যাপারে রামু সদরের কৃষকদের টাকার হদিস মিলছেনা।
এদিকে পানি ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ রামু উপজেলার চাকমারকুলের গুইল্লাছড়ি গুদা এবং সদরের পিএমখালীর মুহসিনিয়াপাড়ার মন্তারগুদার মধ্যে গুইল্লাছড়ি গুদার গেইট দিয়ে পানি চলে যাওয়ার কারনে বাঁকখালীতে পানি কমে যাচ্ছে। তবে গতকাল থেকে গুইল্যাছড়ি গুদার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এডহক কমিটির অবহেলার কারনে কৃষকদের প্রাণখ্যাত রাবারড্যামটির পানি যথাসময়ে পাওয়া যায়না বলে কৃষকদের অভিযোগ।
এ ব্যাপারে স্কীম ম্যানেজার ,৩ হাজার কৃষক, সংশ্লিষ্ট সকলের দাবি বার বার এডহক কমিটি দিয়ে ড্যামটি পরিচালিত হলে কৃষকদের সেচ কর এবং হিসাবে সংরক্ষিত টাকা তছরুফ হওয়ার আশংকা রয়েছে। দেশের প্রথম স্থাপিত রাবার ড্যামটি ভূতের কবল থেকে রক্ষা করে জাতীয় স্বার্থ রক্ষায় যেন অবদান রাখে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরী।
প্রকাশ:
২০২০-০১-১৬ ০৫:১১:২২
আপডেট:২০২০-০১-১৬ ০৫:১১:২২
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
পাঠকের মতামত: