ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বাঁকখালীতে নৌকা ডুবে দুই স্কুল ছাত্র নিখোঁজ

20160909_174434অাবুল কাশেম সাগর, রামু:
রামু উপজেলার কলঘর সংলগ্ন বাকখাঁলী নদীতে নৌকা দিয়ে পারাপারে নৌকা ডুবে নিঁখোজ রয়েছে দুই স্কুল ছাত্র। উদ্ধারে ফায়ার সার্ভিস টিম। অাজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হল- দক্ষিণ মিঠাছড়ি গ্রামের দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেনির ছাত্র অাবদুর রহমান ( ১৫) ও অপরজন একই এলাকার বশির অাহমের ছেলে মো. অাসিফুর রহমান ( ১৫)।

দূর্ঘটনা কবলিত নৌকাটিতে ১২-১৪ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

সর্বশেষ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্ষন্ত উদ্ধার কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস দল।

নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের শিক্ষক মোহাম্মদ মোস্তফা জানান, অাবদুর রহমান ২০১৬ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল।

 

পাঠকের মতামত: