ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আর নেই

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের (৭০) আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকাস্থ বনশ্রী এলাকার বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

মুহাম্মদ আবু তাহের (৭০) বাড়ি কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকায়। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় বিজ্ঞানের খ্যাতনামা শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষক মুহাম্মদ আবু তাহের কর্মজীবনে চকরিয়ার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়, বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়, পেকুয়ার রাজাখালী এয়ার আলী উচ্চ বিদ্যালয়, পেকুয়া উচ্চ বিদ্যালয়, মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়, টেকনাফ উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ চকরিয়ার বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি কুতুবদিয়া কবি জসিম উদ্দীন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সেখানেও কিছু সময় পাঠদান করেন। সৎ,কর্মঠ  এবং নিষ্ঠাবান এই শিক্ষক তাঁর প্রতিটি কর্মস্থলে শিক্ষকতার পাশাপাশি সবুজ বনায়ন সৃজন করে সবার দৃষ্টিকুড়াতে সক্ষম হন। তিনি বেশ কয়েক মাস ধরে স্ট্রোক ও হার্ট অ্যাটাক জনিত রোগে ভোগছিলেন।

পাঠকের মতামত: