চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের এক মেম্বারের বিরুদ্ধে ১০ টাকা দামের চাল বিতরণের কার্ড জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে, বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম ¯’ানীয় দরিদ্রদের নামে ইস্যুকৃত ৪৩৬ নং কার্ডে পার্বত্য চট্রগ্রামে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মৃত সোলতান আহমদের পুত্র হাবিব উল্লাহর ছবি সংযুক্ত করে চাল ক্রয় করছে। একই ভাবে শীলখালী ইউনিয়নের আবুল হোসেনের পুত্র মো: সোলাইমানের নামে ছবি সংযুক্ত করিয়া ৪৫১নং কার্ড ইস্যু ও দরিদ্র ইসমত আরার নামেয় ৩৬৭নং কার্ডে আকবর আহমদের স্ত্রী রশিদা খাতুনের ছবি সংযুক্ত করেন। ¯’ানীয় ছৈয়দুল হক ৪৩৫নং কার্ডধারী, ফাতেমা বেগম ৪৪৬নং কার্ডধারীরা অভিযোগ করেন তারাও প্রাপ্ত নম্বরের ইস্যুকৃত কার্ডও চাল পাচ্ছেনা।
এ ব্যাপারে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল আমিন বাদি হয়ে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা রফিক আহামদ তদন্ত করে হতদরিদ্র ইসমত আরার নামে ইস্যুকৃত ৩৬৭নং কার্ডটি রশিদা খাতুনের ছবিযুক্ত সহ উদ্ধার করেছেন। এ ঘটনায় ¯’ানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। #
পাঠকের মতামত: