ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বন ও পরিবেশ জলবায়ু সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি জাফর আলম

মো: ইব্রাহিম খলিল. ঢাকা অফিস ::

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য জাফর আলমকে বন ও পরিবেশ  জলবায়ু সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ সংসদীয় এই স্থায়ী কমিটিটি মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি গঠন করা হয়েছে। বিষয়টি সংসদ সদস্য জাফর আলম নিজেই নিশ্চিত করেছেন।

এমপি জাফর আলমকে জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি ও কক্সবাজার জেলা সংশ্লিষ্ট বন ও পরিবেশ জলবায়ু সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করায় সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার, চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। চকরিয়া নিউজের ঢাকা অফিস প্রধানকে জানান, জাফর আলম এই কমিটির সদস্য ও সংসদ সদস্য হিসাবে সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত: